নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়ার অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রামগঞ্জ শহরের ক্যাপসিকাম চাইনীজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী ও রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আবুল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ এমরান হোসাইন, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাষ্টার ফয়সাল আহম্মেদ, পৌর জামায়াতের আমীর এডভোকেট হাসানুল বান্না, পৌর জামায়াতের সেক্রেটারি ইসমাইল ইলিয়াস, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবু সালেহ হীরা, জামায়াতের উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি সাইফুল ইসলাম আজগর প্রমূখ।
উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহের, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেন।
এসময় উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, জাতির বিবেক কলম সৈনিকেরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের খেদমতে এগিয়ে আসতে হবে।
সাংবাদিকদের কলম যদি সদ সত্যের পথে চলে তাহলে এই সমাজ ও জাতির জন্য ভালো কিছু করা সম্ভব। আমরা প্রত্যাশিত বাংলাদেশ চাই, আমরা প্রত্যাশিত রামগঞ্জ চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, সংগঠনের সিদ্ধান্তে আমি এমপি প্রার্থী হয়েছি । স্থানীয় নির্বাচন আগে হলে দলীয় প্রভাব, পেশিশক্তির প্রভাবমুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি প্রত্যাশা করেন।
ইফতার মাহফিলে রামগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।