নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার সাড়ে ৪লাখ মানুষের সেবক হতে চান আখতার হোসেন খাঁন। রাজনৈতিক অঙ্গণে ব্যপক পরিচিত মুখ আখতার হোসেন খাঁন কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা গ্রামের বাসিন্দা ও লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনের বড় ভাই।
ছাত্র জীবন থেকে একজন পরোপকারী হিসেবে যার রয়েছে ব্যপক পরিচিতি ও সর্বমহলে একজন সমাদৃত ব্যক্তি আখতার হোসেন খাঁন।
তাঁর পরিবারের সকল সদস্যই রামগঞ্জ উপজেলা প্রান্তিক জনপদসহ সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছেন।
মো: আখতার হোসেন খাঁন একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ড. আনোয়ার হোসেন খাঁনকে বিজয়ের লক্ষে কাজ করেছেন নিরলসভাবে।
আখতার হোসেন খাঁন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক বিহীন নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়ন করে ভূমিকা রাখতে চান।
আখতার হোসেন খাঁন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনের হাতকে শক্তিশালী করতে এলাকার সকল উন্নয়নমূলক কাজের সহায়তা করতে এবং রামগঞ্জ উপজেলার কয়েকলাখ জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। নির্বাচিত হলে সরকারি বরাদ্ধের সুষম বন্টনসহ আইনশৃঙ্খলা উন্নয়ন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে কোন ছাড় দেয়া হবেনা বলেও জানান সাংবাদিকদরে।