নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেনের ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা।
শনিবার রাতে রামগঞ্জ পৌর সাতারপাড়া গ্রামের চিতোষী চৌরাস্তার বাসায় কেউ না থাকার সুযোগে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা। তবে পুলিশ বলছে হামলার ঘটনার খবর তাদেরকে কেউ জানায়নি।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন জানান, সারাদেশে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসাবে শনিবার বিকালে পৌর সাতারপাড়া চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের ১০জন নেতাকর্মী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের হাতে মারাত্মক আহত হয়। আমি আন্দোলনে অংশগ্রহণসহ আহত নেতাকর্মীদের খোঁজ নিতে ব্যস্ত থাকার সুযোগে আমার সোনাপুর চৌরাস্তার বাসভবনের দরজা ভেঙ্গে সন্ত্রাসীরা বাসার ভিতরে তান্ডব চালায়। এসময় ঘরের আসবাবপত্র ভাংচুরসহ নগদ টাকা, বেশ কিছু মুল্যবান মালামাল লুটে নেয়। এছাড়া বেশ কিছু জমির দলিল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয় হামলাকারীরা। হামলায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন বিএনপি নেতা মনোয়ার হোসেন। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ভাংচুরের বিষয়ে আমি কিছুই জানি না।