নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। এতে সোহেল রানা আহবায়ক ও সহিদ চৌকিয়াকে সদস্য সচিব ও ১ম যুগ্ন আহবায়ক দেওয়ান ফয়সাল, ২য় যুগ্ন আহবায়ক রাশেদ আলম ভূঁইয়া, ৩য় যুগ্ন আহবায়ক মামুন আল রশিদ রুবেল এবং আরিফ হোসেন বাবুকে ৪র্থ যুগ্ন আহবায়ক করে ও ১২জনকে সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৭ মার্চ ২০২৩ ইং) তারিখে আগামী ৩ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
গত ৪ মার্চ রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ চৌধুরীর উপস্থিতিতে এ প্রস্তুতি কমিটি গঠনে সিদ্ধান্ত হয়।
কেন্দ্রীয় কমিটির সাথে জেলা কমিটির সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজ উক্ত কমিটির অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।