নিজস্ব প্রতিবেদক:
৩রামগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন ২০২৪ গতকাল ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে দৈনিক মানবজমিনের আবু তাহের সভাপতি ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি মোঃ কাউছার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক নবচেতনার মনির হোসেন বাবুল, সহ-সভাপতি পদে দৈনিক আমাদের সময়ের জাকির হোসেন পাটোওয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক কাল বেলার ইকবাল হোসেন, সহ সম্পাদক পদে দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ইকবাল খন্দকার শান্ত, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রাজু হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তামজিদ হোসেন রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ভোরের সময় প্রতিনিধি হাসানুজ্জামান, কার্য নির্বাহী সদস্য দৈনিক বাংলাদেশের সমাচার প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন সাকা, দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোওয়ারী, দৈনিক বকি বার্তা প্রতিনিধি এমরান হোসেন রাজন ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মাসুদ রানা মনি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম ও প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
নির্বাচনে নির্বাচন কমিশনের সদস্য হিসাবে ছিলেন, রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মঞ্জুরুল হক ফারুক, রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের নিজস্ব সংবাদদাতা এস এম বাবর ও সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি রহমত উল্যাহ পাটোওয়ারী।
এছাড়া উক্ত নির্বাচনে সার্বিক তত্বাবধানে ছিলেন, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুক ও সাধারণ সম্পাদক ও সময়ের আলো প্রতিনিধি মোঃ কাউছার হোসেন।