রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বিশ্বের সাথে চীনের সুযোগ ভাগ করা’ বৈশ্বিক সংলাপ Logo লিচিয়াং আধুনিক ফুল শিল্প পার্কে চীনা প্রেসিডেন্ট সি Logo ইথিওপিয়ায় চীন-আফ্রিকা সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা Logo কুইচৌ গ্রামীণ পুনরুজ্জীবন ত্বরান্বিত করবে : সি চিন পিং Logo চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সফলভাবে “ইফতার মিট অ্যান্ড গেট টুগেদার” উদযাপন Logo ইলেকট্রনিক ডিভাইস উৎপাদন শিল্পের মূল্য সংযোজন ১১.৮% বৃদ্ধি পেয়েছে Logo দুই অধিবেশনে চীনা ভোগ উৎসাহের প্রতিশ্রুতির বাস্তবায়ন Logo চীন সংস্কার ও উন্মুক্তকরণকে আরও গভীর করবে : ফু লিং হুই Logo ভারত-চীন বাস্তব সহযোগিতা জোরদার করেছে : চীনা মুখপাত্র মাও নিং Logo স্থিতিশীলতা বজায় রাখার সাথে সাথে অগ্রগতি অর্জন করতে হবে : সি চিন পিং
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘bdpressnews.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘bdpressnews.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘bdpressnews.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

শাংহাই সহযোগিতা সংস্থাপ্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত করে : সি চিন পিং

উর্মি: / ৮২ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ১:০৮ অপরাহ্ন

কাজাখস্তানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আস্তানার স্বাধীনতা প্রাসাদে শাংহাই সহযোগিতা সংস্থার ২৪তম শীর্ষসম্মেলনে যোগ দেন এবং ভাষণ দেন।

ভাষণে জনাব সি কাজাখস্তানকে পালাক্রমিক সভাপতি রাষ্ট্র হিসেবে এসসিও’র ব্যবস্থাপনা উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রশংসা করেন। তিনি বেলারুশকে প্রথমবারের মত সদস্য দেশ হিসেবে এসসিও’র শীর্ষসম্মেলনে অংশগ্রহণে স্বাগত জানান।

সি বলেন, এসসিও’র সদস্য দেশগুলো শান্তি ও উন্নয়ন অনুসরণ করে, প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত করে এবং নতুন আন্তর্জাতিক সম্পর্ক গঠনের চেষ্টা করে। ‘শাংহাই চেতনা’ সদস্য দেশগুলোর অভিন্ন মূল্যবোধ ও কর্মধারায় পরিণত হয়েছে।

প্রেসিডেন্ট সি বলেছেন, শীতল যুদ্ধের মানসিকতার বাস্তব হুমকির প্রেক্ষাপটে নিরাপত্তার বটমলাইন রক্ষা করতে হবে। এতে যৌথ, বহুমুখী, সহযোগিতামূলক এবং অবিরাম উন্নয়নের ধারণা কাজে লাগিয়ে সংলাপ ও পরামর্শের মাধ্যমে জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে; যাতে পারস্পরিক কল্যাণকর চিন্তা-ভাবনা নিয়ে সমন্বিতভাবে আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবিলা করে যৌথভাবে স্থায়ী, শান্তিপূর্ণ ও নিরাপদ বিশ্ব গড়ে তোলা যায়।

প্রেসিডেন্ট সি বলেন, শাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার ২৩ বছরে সদস্য দেশগুলোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। ‘শাংহাই সহযোগিতা সংস্থার বড় পরিবারের’ মধ্যে রয়েছে তিনটি মহাদেশ, সদস্যসংখ্যাও বেড়েছে এবং সহযোগিতার ভিত্তি আরও দৃঢ় হয়েছে। বর্তমান বিশ্বের পরিবর্তনশীল পরিস্থিতি জোরদার হচ্ছে এবং মানবসমাজ আবারও ইতিহাসের চৌরাস্তায় দাঁড়িয়েছে। শাংহাই সহযোগিতা সংস্থা ইতিহাসের সঠিক দিক এবং ন্যায্য দিকে দাঁড়ালে বিশ্বের জন্য তা গুরুত্বপূর্ণ হবে।

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তি মেনে চলে যৌথভাবে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন উন্নত করা, শিল্প ও সরবরাহ চেইনের স্থিতিশীল ও বাধাহীন সুরক্ষা এবং আঞ্চলিক অভ্যন্তরীণ শক্তি উন্মোচন করতে হবে। যাতে অভিন্ন উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন করা যায়।

ভাষণে সি বলেন, আমাদের যৌথভাবে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করতে হবে, দৃঢ়ভাবে পরস্পরকে সমর্থন, পারস্পরিক যত্ন নেওয়া, অভ্যন্তরীণ মতভেদ মোকাবিলা করা এবং নিজ দেশের ভাগ্য, আঞ্চলিক শান্তি ও উন্নয়ন সংযুক্ত করে নিজের হাতে শক্তভাবে নিয়ন্ত্রণ নিতে হবে।

সম্মেলন থেকে সদস্য দেশগুলোর নেতারা ‘এসসিও সদস্য দেশের নেতাদের পরিষদের আস্তানা ঘোষণা’ প্রকাশ করেছেন। সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বেলারুশকে সংস্থায় অন্তর্ভুক্ত করা হয়। চীন ২০২৪-২০২৫ সালে সংস্থাটির পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে।
সূত্র: উর্মি, চায়না মিডিয়া গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST