৭ই জুলাই,রোববার, ভয়েস অব আমেরিকা ও বিবিসি খ্যাত সাংবাদিক , লেখক ও টিভি ব্যক্তিত্ব আকবর হায়দার কিরনের জন্মদিন পালিত হলো নিউ ইয়র্কের হাডসন রিভারের বুকে। শোটাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত রিভার ক্রুজ আয়োজিত এই অনুষ্ঠানে কেক কেটে সবাইকে চমৎকৃত করলেন প্রধান আয়োজক জনাব আলমগীর খান আলম।
চমৎকার জমজমাট মিউজিক কনসার্টের মাঝে আকবর হায়দার কিরনের জন্মদিন পালন ও বিশেষ কেক কাটা ছিলো একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলা ভাষা ও সংস্কৃতির রাষ্ট্রদূত খ্যাত জনাব আলমগীর খান আলম। একটানা ২২তম ঢালিউড এওয়ার্ডস আয়োজন করে ইতিহাস সৃষ্টি স্থাপন করেছেন। তাঁর অনুষ্ঠানের সময় বাংলাদেশের বিনোদন ক্ষেত্রের বেশীর ভাগ তাঁরকা চলে আসেন , ঢাকা যেন ফাঁকা হয়ে যায়। কেক কাটার সময় আরও ছিলেন নিহার সিদ্দিকী, রিদোয়ান হক, হুমায়ুন কবীর ঢালী, আবদুর রশিদ বাবুসহ আরো অনেকে।
শোটাইমের ২২তম ঢালিউড এর প্রথম পর্ব আয়োজিত হয় জ্যামাইকার আমাজুরা হলে এবং দ্বিতীয় পর্ব আয়োজিত হবে এই সপ্তাহান্তে বাংলাদেশীদের বিশাল অধ্যুষিত বাফলোতে। অনেকের উৎসাহ ও উদ্দীপনার কারণ নায়াগ্রা ফলস দেখা।