বেইজিংয়ে গত ৫ ও ৬ নভেম্বর আয়োজিত হয় কেন্দ্রীয় সামাজিক কর্মসম্মেলন। এ উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
সি চিন পিং বলেন, সামাজিক কাজ হলো চীনা কমিউনিস্ট পার্টির সকল সদস্যের অভিন্ন দায়িত্ব। বিভিন্ন পর্যায়ের কমিটিগুলোকে সামগ্রিক পরিকল্পনা ও সমন্বয় জোরদার করতে হবে, যাতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা যায়। পাশাপাশি, সামাজিক কাজসংশ্লিষ্ট বিভাগগুলোকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, যাতে চীনা শৈলীর আধুনিকায়ন বাস্তবায়ন করা যায়।
সামাজিক কাজ পার্টি ও দেশের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পার্টির স্থায়ী প্রশাসন, দেশের স্থায়ী শান্তি, এবং সামাজিক সম্প্রীতি ও জনগণের সুখের সঙ্গে জড়িত একটি বিষয়। বর্তমানে চীনের সামাজিক কাঠামো গভীরভাবে পরিবর্তিত হচ্ছে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সামাজিক কাজের নতুন পরিস্থিতি ও দায়িত্বও দেখা যাচ্ছে।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।