মোঃ সোহাগ হোসেন :
চাটখিল উপজেলার সাহাপুর বাজার ও করপাড়া ইউনিয়নেসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য মানিক হোসেনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে আটককৃত মানিক হোসেনকে পুলিশের হাতে তুলে দেয়া স্থানীয় লোকজন।
স্থানীয় লোকজন জানান, শ্যামপুর ভেজাল বাড়ীর মানিক হোসেন (৩৯) সহযোগী (২)রাসেলকে মোটরসাইকেল চুরির সময় হাতে নাতে আটক করে বাজারেরর ব্যবসায়ীরা।
এর আগে গরু চুরি করতে গেলে ঐ এলাকার চিহ্নিত চোর মানিককে এলাকাবাসী আটক করলে আওয়ামীলীগের এক নেতার হস্তক্ষেপেত সে রক্ষা পায়।
সোমপাড়া বাজারের এক ফল ব্যবসায়ী জানান, গত কয়েকদিন পুর্বে তার একটি নতুন মোটরসাইকেল তার বাড়ি থেকে নিয়ে যায়। সে চুরি মোটরসাইকেল এর জন্য থানায় জিডি করেছেন।