রায়হান মিঠু, সাভার :
সিআরপিতে ভর্তিকৃত রোগীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ত্রৈমাসিক এ কর্মসূচীতে স্পাইনাল কর্ড ইনজুরিস’ ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (সিডাব) অংশগ্রহণ করে।
গতকাল সোমবার (১০ এপ্রিল) সাভারস্থ সিআরপির রোগীদের ডাইনিং হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে রোগীদের উদ্দেশ্যে প্রেষণামূলক বক্তব্য প্রদান করেন জনাব শফী উল্লাহ, ইনচার্জ, সমাজল্যাণ বিভাগ, সিআরপি।
সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও বাস্তব জীবনের অভিজ্ঞতা ও পারিবার গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জনাব, রায়হান মিঠু, এজিএস, সিডাব।
সিডাবের পরিচিতি, পরিসেবা ও এর অন্তর্ভুক্তিকরণ নিয়মাবলী সম্পর্কে প্রেজেন্টেশন প্রদান করেন জনাব, উজ্জল মাহমুদ, প্রোগ্রাম অফিসার, সিডাব।