রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ‘জোরপূর্বক শ্রম’- এর মিথ্যার অশুভ অভিপ্রাযয় বুঝতে পারবে:মুখপাত্র লিন চিয়ান Logo চীন-জাপানের উচিৎ আঞ্চলিক ও বিশ্ব শান্তির স্থিতিশীলতা রক্ষা করা : ওয়াং ই’ Logo যুক্তরাষ্ট্রের আচরণ তাইওয়ানকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে:মুখপাত্র লিন চিয়ান Logo চীন-নেপাল সবসময় একে অপরকে সম্মান করেছে, আন্তরিক আচরণ করেছে: সি চিন পিং Logo সিএমজি সভ্যতার পারস্পরিক শিক্ষাকে বেগবান করবে:শেন হাই সিয়োং Logo চীনা শৈলীর আধুনিকায়নে গভীরভাবে মুগ্ধ: ‘চীনকে বোঝা’ সম্মেলন Logo যৌথভাবে বিআরআই উচ্চ-মানের উন্নয়নে প্রবেশ করেছে: সি চিন পিং Logo বসন্ত উৎসব গালার মাসকট বিশ্বজুড়ে চীনাদের নতুন বছরে সৌভাগ্য ও মঙ্গল কামনা Logo কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক উন্নীত করার ঘোষণা Logo আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলা হলো উন্মুক্তকরণ ও সহযোগিতা প্রচার করা
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘bdpressnews.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘bdpressnews.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘bdpressnews.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

সিজিটিএন ইংরেজি ও আরবি চ্যানেলের রিপোর্ট বিষয়ভিত্তিক ও ন্যায়সঙ্গত;আরব লিগের মহাসচিব

আন্তর্জাতিক: / ৫৭ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

আরব লিগের মহাসচিব আহমদ আবুল ঘেইত মিশরের কায়রো সফররত চায়না মিডিয়া গ্রুপ সিএমজি মহাপরিচালক শেন হাই সিয়োংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। দু’পক্ষ সংস্কৃতি, ক্রীড়া, মিডিয়া সহযোগিতা ও ব্যক্তি যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে গভীর মতবিনিময় করেছেন এবং সহযোগিতামূলক সমঝোতা স্বাক্ষর করেছেন।

ঘেইত বলেন, আরব লিগ সবসময় সিএমজি’র সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখে, সিজিটিএন ইংরেজি ও আরবি চ্যানেলের রিপোর্ট বিষয়ভিত্তিক ও ন্যায়সঙ্গত; এটি বিশ্বের শ্রেষ্ঠ টিভি চ্যানেল। আল্ট্রা হাই ডেফিনিশন (ইউএইচডি), ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ মিডিয়া প্রযুক্তি খাতে সিএমজি’র সৃজনশীল শক্তি চিত্তাকর্ষক। ভবিষ্যতে সিএমজি’র সঙ্গে সহযোগিতা গভীরতর করে, আরব-চীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন অধ্যায় লেখার প্রত্যাশা করেন তিনি।

শেন হাই সিয়োং বলেন, বর্তমানে চীন-আরব সম্পর্ক ইতিহাসের শ্রেষ্ঠ সময়ে আছে। চীন ও আরব দেশগুলোর পারস্পরিক রাজনৈতিক আস্থা অব্যাহতভাবে গভীর হচ্ছে, বাস্তব সহযোগিতা প্রাণবন্ত এবং সাংস্কৃতিক বিনিময় সমৃদ্ধ হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। সিএমজি এবারের সহযোগিতা কাজে লাগিয়ে আরব লিগের সঙ্গে আন্তর্জাতিক সংবাদ যৌথ অধিগ্রহণ, অগ্রণী প্রযুক্তির উদ্ভাবন ও গবেষণা, যৌথভাবে অনুষ্ঠান আয়োজন এবং মানুষে মানুষে যোগাযোগ ও পারস্পরিক সফরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করেছে এবং চীন-আরব অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা দ্রুততর করায় সহায়তা দেবে।

সূত্র:প্রেমা-তৌহিদ-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST