শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চীন ও ভিয়েতনাম শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে চলেছে : সি চিন পিং Logo ক্যান্টন মেলায় বিপুল সংখ্যক মানুষের সমাগম Logo মার্কিন শুল্কসহ একাধিক চ্যালেঞ্জের মুখে চীনের বিদেশি বাণিজ্যের দৃঢ়তা Logo চীনের সাথে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে : ভিয়েতনামের প্রধানমন্ত্রী Logo চীন-ভিয়েতনাম অভিন্ন স্বার্থে যৌথ কমিউনিস্ট গঠনের লক্ষ্যে কাজ করে যাবে Logo যুক্তরাষ্ট্রের ‘সমতুল্য শুল্ক’ বাতিল করার তাগিদ : চীনা মুখপাত্র Logo চীন আধিপত্য ও একচেটিয়া আচরণের বিরোধিতা করে Logo চীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা বজায় রাখতে সমর্থন করবে Logo মার্কিনিরা ‘আমেরিকা ফার্স্ট’ ও ‘আমেরিকা স্পেশাল’ নীতি অনুসরণ করেন : সিএমজি সম্পাদকীয় Logo বোয়াও এশিয়া ফোরাম বিভিন্ন দেশের জন্য পারস্পরিক শিক্ষার একটি মঞ্চ : লাওসের প্রধানমন্ত্রী
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘bdpressnews.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘bdpressnews.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘bdpressnews.com‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ

স্ট্রেইট ফোরামে ‘শান্তি, উন্নয়ন, বিনিময় এবং সহযোগিতার প্রতি তাইওয়ানবাসীদের ইচ্ছা ফুটে ওঠে

লিলি: / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ১১:০৮ অপরাহ্ন

লিলি:
২৮ জুন চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান-বিষয়ক কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র চু ফোং লিয়েন বলেন, ১৫তম স্ট্রেইট ফোরাম ফলপ্রসূ হয়েছে। এই ফোরাম হলো ২০২০ সালের পর তাইওয়ান প্রণালীর দু’পারের বৃহত্তম বিনিময় কার্যক্রম। চারটি ক্ষেত্রে অর্জিত সাফল্য তুলে ধরেন তিনি।
তিনি বলেন, তাইওয়ান প্রণালীর দু’পারের ১০ হাজারেরও বেশি মানুষ প্রধান ফোরাম এবং ৩৪টি ধারাবাহিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৫২০০ জনেরও বেশি হচ্ছেন তাইওয়ানের মানুষ। চারটি ক্ষেত্রে ফোরাম ফলপ্রসূ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রথমত সাধারণ সম্পাদক সি চিন পিং প্রথমবারের মতো ফোরামের জন্য অভিনন্দন-বার্তা পাঠিয়েছেন। এতে দু’তীরের বিভিন্ন মহলের ব্যাপক বিনিময় এবং দু’পারের বেসরকারি সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য ফোরামের গুরুত্বপূর্ণ ভূমিকায় সম্পূর্ণ স্বীকৃতি দেন তিনি। অভিনন্দনবার্তা ফোরামে অংশগ্রহণকারীদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে এবং দু’তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন এগিয়ে নিতে শক্তিশালী চালিকাশক্তি যুগিয়েছে।
দ্বিতীয়ত, ফোরামে সম্পূর্ণভাবে ‘শান্তি, উন্নয়ন, বিনিময় এবং সহযোগিতার প্রতি আগ্রহী’ তাইওয়ানবাসীদের মূল ইচ্ছা ফুটে ওঠে। তাইওয়ানের বিভিন্ন মহলের লোকেরা ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির দমনাভিযান উপেক্ষা করে সক্রিয়ভাবে ফোরামে অংশ নেন। ফোরামে অংশগ্রহণ করা রাজনৈতিক পার্টির প্রতিনিধি দলের সংখ্যা ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
তৃতীয়ত, চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটি গুরুত্বপূর্ণ কৌশলগত ব্যবস্থা জারি করে ফুচিয়েন এবং তাইওয়ানের সমন্বিত উন্নয়নের বিষয়ে অগ্রগতি চালাবে। ফোরামের সময় ফুচিয়েন প্রদেশ তাইওয়ানের তরুণ-তরুণীদের জন্য ২২০০টিরও বেশি ইন্টার্নশিপ চাকরি দিয়েছে এবং তাইওয়ান, হংকং ও ম্যাকাওয়ের তরুণদের ইন্টার্ন কর্ম স্টেশন প্রতিষ্ঠা করেছে।
চতুর্থত, ফোরামের মাধ্যমে দু’পারের বেসরকারি বিনিময় ও সহযোগিতার নতুন ঢেউ সৃষ্টি হয়েছে। ফোরামের কার্যক্রম অনেক বৈচিত্র্যময় হয়েছে এবং ৩০টিরও বেশি শাখা ফোরামের অনুষ্ঠান তরুণ, নারী, আর্থ-বাণিজ্য, সংস্কৃতি, টিভি ও মুভি, স্বাস্থ্য, গ্রামাঞ্চলের পুনর্জাগরণসহ নানা দিক রয়েছে।

মুখপাত্র আরো বলেন, তাইওয়ান প্রণালী’র দু’পারের মানুষ ফোরামের ওপর নিবিড় নজর দেন। যারা ফোরামে উপস্থিত হন নি, তারা ইন্টারনেটের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের আলোচনায় অংশ নিয়েছেন। ২০ জুন পর্যন্ত এবারের ফোরাম সংক্রান্ত চীনের সংশ্লিষ্ট প্রতিবেদনের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৫৮০ এবং বিদেশে সংশ্লিষ্ট প্রতিবেদনের সংখ্যা ৬০৬৮।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST