নিজস্ব প্রতিবেদক:
ঢাকাস্থ রামগঞ্জ ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ(Sward) এর উদ্যোগে রামগঞ্জের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গনে “বৃক্ষের চারা রোপণ কর্মসূচি ২০২৪” অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ জুন বুধবার রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে “আমরাই গড়বো সবুজ পৃথিবী” স্লোগানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডেফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক আবদুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রাজীব, সাবেক সভাপতি সালাউদ্দিন জাফর, সাবেক সভাপতি ফরহাদ ওবায়েদ, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর, রামগঞ্জ সরকারি কলেজ ও মডেল কলেজের শিক্ষকবৃন্দ ও সংগঠনটির বিভিন্ন শাখা কমিটির সদস্যরা।
সংগঠনটির সভাপতি শামসুল ইসলাম বলেন, একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকার কথা থাকলেও, বাংলাদেশে আছে ১৫.৫৮ শতাংশ। ফলে নাতিশীতোষ্ণ আবহাওয়ার বাংলাদেশ ক্রমেই চরমভাবাপন্ন হয়ে উঠছে। সে জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশ, প্রতিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সর্বোপরি টেকসই উন্নয়নে ভেষজ-বনজ ও ফলদ বৃক্ষের চারা রোপনের কোনো বিকল্প নেই।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আমরা শুধু নামমাত্র বা প্রতীকী বৃক্ষের চারা রোপন করছি না। অর্থাৎ রোপনকৃত গাছের চারা যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেজন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। রামগঞ্জ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর প্রাঙ্গণে পর্যায়ক্রমে বৃক্ষের চারা রোপন করা হবে।
এসময় রামগঞ্জ মডেল কলেজ, দরবেশপুর উচ্চ বিদ্যালয়, ভাদুর উচ্চ বিদ্যালয়, নাগমুদ মাদরাসা, দল্টা ডিগ্রি কলেজ, নোঁয়াগাও মাদ্রাসা, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়সহ রামগঞ্জের অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠান প্রাঙ্গণে আড়াই শত গাছের চারা রোপণ করা হয়।