মাহমুদ ফারুক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ নৌকার বিজয় দেখতে চায়। শেখ হাসিনার হাতে এ দেশের প্রতিটি ইঞ্চি নিরাপদ-দেশের মানুষ নিরাপদ। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই। লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন গতকাল সোমবার সন্ধায় চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় মাঠে রামগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে কর্মী সভা শেষে ইউনিয়ন ছাত্রলীগের নব নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম অপু মালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমীন, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তাহসান ইসলাম রাসেল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, জেলা পরিষদ সদস্য সৈকত মাহমুদ শামছু, রামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাবেক জিএস নজরুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূইয়া, সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ও আওয়ামীলীগ নেতা আবুল কাশেম মাষ্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন লিটন, রেজাউল করীমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।