মামুন চৌধুরী:
আজ ১৬ই মে, চাটখিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে চাটখিল উপজেলা বিএনপির বিভিন্ন ধরনের কর্মসূচি আয়োজন করেছে।
দৌলতপুর তার বাড়ির মসজিদে দোয়া মোনাজাত করে কবর জিয়ারত করেছে।
উল্লেখ্য, আনোয়ার হোসেন চাটখিল উপজেলা বিএনপি’র সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সাদা মনের একজন রাজনীতিবিদ।
তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে চাটখিল উপজেলার বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা আত্মার মাগফেরাত কামনা করেছেন।
বিএনপি’র যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকনও পৃথক এক বিবৃতিতে মৃতের আত্মার মাগফেরাত কামনা করেছেন।