ওয়াং হাইমান উর্মি:
চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ২০ আগস্ট, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, আফ্রিকান ব্রডকাস্টিং ইউনিয়ন ও দক্ষিণ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশনের সাথে একটি সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করে।
দক্ষিণ আফ্রিকার ভাইস-প্রেসিডেন্ট এ উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় সহযোগিতা-চুক্তির সাফল্য কামনা করেন। তিনি বলেন, আফ্রিকা ও চীনের মধ্যে গণমাধ্যম পর্যায়ের সহযোগিতা গভীরতর করতে সিএমজি-র প্রচেষ্টা প্রশংসনীয়। এর মাধ্যমে পারস্পরিক কল্যাণ অর্জিত হবে বলে আশা করা যায়।
সিএমজি’র মহাপরিচালক শেন হাইসিউং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বলেন, সিএমজি ও আফ্রিকার গণমাধ্যমের মধ্যে নতুন দফার সহযোগিতা চলছে। এ সহযোগিতার আওতায় ‘চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন’ এবং ‘এক অঞ্চল, এক পথ’-এর আওতায় চীন-আফ্রিকা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট ধারাবাহিক প্রচারকাজ চলবে।
তিনি আরও বলেন, চীন ও আফ্রিকার মধ্যে বিনিময় ত্বরান্বিত করতে চায় সিএমজি। আফ্রিকার গণমাধ্যমের সাথে বিষয়বস্তু ভাগাভাগি করা, প্রযুক্তিগত বিনিময় বাড়ানো, এবং সংবাদকর্মীদের প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী সিএমজি।
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।