মোঃ সোহাগ হোসেন: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নব-নির্মিত আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম একাডেমিক ভবনের শুভ উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ভূঞার সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক আমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের সভাপতি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের সদস্য ও জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন, আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন ভূঁইয়া, অভিভাবক সদস্য খোরশেদ আলম ভূঁইয়া প্রমূখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার ভাইস-চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য আবু সায়েম, আবিরপাড়া মাধ্যম বিদ্যানিকেতনের দাতা সদস্য ইঞ্জিনিয়ার ছিদ্দিক উল্যাহ, সুবর্না আক্তার সহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠান শেষে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৪জন শিক্ষার্থীদের মাঝে নগদ ৫০০০ টাকা, ক্রেস্ট, বঙ্গবন্ধুর আত্মজীবনী ও স্মারক লিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন ও শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।