আমার মা
– জুলি রহমান
বিশ্ব ঘুরে দেখি আমি কতোশত মুখ!
শুধু তোমার আদল পাইনা ;বুক ভরা দুখ।
সুখের স্নৃতি যেমন ছিলো তোমার মধুর ডাক।
কেউ খুঁজে না তেমন করে হই নির্বাক—
সকাল দুপুর সন্ধা ঘনায় কাজের ভীরে
নিরব হলেই মাগো তোমার কথাই মনে পড়ে।
এ সংসারে মায়া বিলায় তোমার মতো কে?
সকল দুখে হাসি মুখে বুকে তোলে যে—!
তোমার তুলনা তুমি মাগো আরতো কেউ নয়।
হারিয়ে মা হৃদয় করি ক্ষয়!
সেই যে কবে ছেড়ে আঁচল
হলাম বিবাগী ঝরে চোখে জল–
বাবা তুমি মা তুমি এক করে প্রেম!
ঢেলেছো সূধা অমৃত ;ছিলো না হেম।
বারোটি বছর পাড় করে তোমার বুকে!
অবোধ আমি ছেড়ে মাগো;মরেছি ধুকে ধুকে-
তাই বুঝি তোমার আমার টান ছিলো বেশী।
দূরের শহরে বাস আমার তুমি গ্রামবাসী।
কতো স্নৃতির ঢেউ বুকে আজো কাঁদে মন।
লোকে বলে মা কী আর থাকে আজীবন?—
তোমার আমার ছাড়াছাড়ি সেই বারোতে!
জনম গেলো মাগো আমার কেবল কাঁদিতে!
মেয়ে বলে ছাড়তে হলো নিজ আলয়
স্বামীর ঘরটি মধ্যপ্রাচ্য মিলে পরিচয়—
ঘর ছাড়লাম ,মা ছাড়লাম ,ছাড়লাম কাশবন।
উতল হাওয়ার জন্য আমার মন উচাটন।
কলাপাতার কাঁপন সুখে ভরে না অন্তর।
তোমার মুখটি দেখতে মাগো কাঁপি থরথর—
ভ্রমন সুখে হই বিলাসী বড় স্বার্থপর।
মধ্যপ্রাচ্য ছেড়ে আবার আমেরিকা ঘর
করিনি যতন মাগো তোমার সেই ব্যাথায় মরি।
করো ক্ষমা মাগো তুমি সন্তান আমি আনাঢ়ি—
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।