নিজস্ব প্রতিবেদক: আলীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও রামগঞ্জ উপজেলা যুবলীগের জেষ্ঠ যুগ্ন আহবায়ক সাইদুর রহমান মামুনের সভাপতিত্বে ‘আলীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আক্কাস মিয়ার মৃত্যুতে স্মরণ সভা-মিলাদ ও দোয়ার অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক ফরিদ আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তাহের কাজী, স্থানীয় ইউপি সদস্য শাহাদাত পাটওয়ারী, বিশিষ্ট ব্যক্তিত্ব আবুল ফয়েজ পাটওয়ারী, বনি আমিন বক্কুন পাটওয়ারী, আবুল কাশেম মিজি, ইলিয়াস মেম্বার ও বিদ্যালয়ের সকল শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আবু তাহের কাজী ব্যক্তিগত পক্ষ থেকে সকল পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।