আসছে হায়েনা, বাজছে নাকাড়া
মো.খলিলুর রহমান
হায়েনা আসছে!
সহস্র বছরের দাত পাকা হায়েনা।
সহস্র বার্তাবাহক হননকারী হায়েনা।
তবুও কিছুটা অভয়,
তারাতো মানবাধিকারের তল্পিবাহকদের সাগরিদ।
হাসপাতাল।
যেখানে মানুষের নেই কোন বর্ণভেদ, নেই ধর্মভেদ।
কিছুটা অভয় তাতে মেলে।
মানবাধিকারের ধ্বজাধারীদের তল্পিবাহক হায়েনা! অবশেষে এলো তারা।
হায়েনা আসছে
সাইরেন বাজছে
বাজছে একতরফা নাকাড়া
আসছে হায়েনা
বাজছে সাইরেন
একতরফা বাজছে নাকাড়া!
কী নির্মমতা! এ কোন নৃশংসতা! মানবদেহী হিংস্র হায়েনা! মানবরুপী পিশাচ হায়েনা!
হায়েনা আসছে
একতরফা বাজছে নাকাড়া
কাঁদছে সার্বজনীন মানবাধিকার ঘোষণা!
রক্তের ফুল!
চারিদিকে রক্তের ফুল!
ফুলেদের রক্ত চারিদিকে!
হায়েনার নখরে ছিন্ন ফুল!
ফুলের পাশে ফুল!
মানবতার ভুল!
হায়েনার দাতে ক্ষতবিক্ষত হাজার ফুল।
অবশেষে এলেন দলপতি!
এলেন হায়েনার গডফাদার!
মিলালেন রক্তে ভেজা হাত!
হায়েনারা মত্ত হলো স্বভাবসুলভ উল্লাসে!
কী স্টাইলিস উন্মাদনা!
মুখে যার নেই কোন ছাপ।
অথচ হৃদয় অন্তপুরে অশ্লীল ক্রুরতা!
হায়েনারা দীর্ঘজীবি হউন।
সেই দিনের অপেক্ষায় আছি।
যেদিন হায়েনারা মানব সমাজে হবে অচ্ছুত।
মানবতার বর্শাবিদ্ধ দাঁতাল হায়েনার মৃত্যু অমানিশা! মানবতা স্বস্তি পাবে কিছুটা হলেও।
স্বস্তি পাবে মানবকুলের মন।