বিডি স্পোর্টস:
পিএসজির মেয়াদ শেষ দিকে আসার সময় গুঞ্জন চলছিল আল হিলাল কিংবা বার্সেলোনায় যোগ দেবেন লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। আল হিলালের লোভনীয় প্রস্তাবে সাড়া না দেওয়ার সঙ্গে ঘর মনে করা বার্সাতেও গেলেন না আর্জেন্টাইন তারকা।
অবশেষে গেলেন গুঞ্জনে থাকা ইন্টার মিয়ামিতে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই। মেজর লিগ সকার ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত ও মুন্দো দেপোর্তিভোকে এক সাক্ষাৎকার দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী।
মেসি বলেছেন, ‘মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চুক্তির কাজ এখনো শতভাগ শেষ হয়নি। কিছু বিষয় এখনো বাকি রয়েছে। তবে আমরা পথ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
চুক্তির শতভাগ শেষ না হওয়ায় অর্থের বিষয়েও এখনো জানা যায়নি। আশা করা হচ্ছে খুব শিগগিরই এটা জানা যাবে। মিয়ামিকে বেছে নেওয়ার বিষয়ে মেসি বলেছেন, ‘ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা সত্য যে ইউরোপিয়ান অনেক ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি, কিন্তু তাতে আমি সাড়া দিইনি। কারণ, আমার পরিকল্পনায় ছিল ইউরোপে বার্সেলোনা ছাড়া অন্য ক্লাবে খেলব না।’
আর বার্সায় ফেরার বিষয়ে ৩৫ বছর বয়সী মেসি বলেছেন, ‘বার্সায় ফিরতে পারার বিষয়ে সত্যি বেশ রোমাঞ্চিত ছিলাম। বার্সায় থাকার সময় এবং ছাড়ার পর যা অভিজ্ঞতা হয়েছে, তা ভেবে একই পরিস্থিতিতে পড়তে চাইনি। ভয় পেয়েছিলাম যে আবার ঘটতে পারে।’