আন্তর্জাতিক:
চীন-দক্ষিণ এশিয়া মেলা হল দক্ষিণ এশিয়ার দেশগুলো, তথা সারা বিশ্বের সঙ্গে চীনের বিনিময় ও সহযোগিতার একটি উজ্জ্বল নেমকার্ড।
১৭ আগস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন।
তিনি বলেন, বুধবার থেকে রোববার পর্যন্ত সপ্তম চীন-দক্ষিণ এশিয়া মেলা ইয়ুননান প্রদেশের খুনমিং শহরে আয়োজন করা হয়। মেলাটির প্রতিপাদ্য হল ‘ঐক্য ও সহযোগিতা, যৌথ উন্নয়ন’। এতে ৮৫টি দেশে ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নিয়েছেন। অনলাইন ও অফলাইনে ৩০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান এতে যোগ দিয়েছে। চলতি বছর চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আর্থ-বাণিজ্যিক বিনিময় কার্যক্রমের অন্যতম মেলা এটি।
সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।