ওয়াং হাইমান উর্মি:
১৫ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে গণ-মহাভবনে বৈঠক করেছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট। বৈঠক থেকে দুই শীর্ষনেতা দু’দেশের সম্পর্ককে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কে উন্নীত করার ঘোষণা করেছেন।
প্রেসিডেন্ট সি বলেন, চীন ও জাম্বিয়ার ঐতিহ্যবাহী মৈত্রী দু’দেশের অতীতের প্রবীণ শীর্ষনেতৃবন্দের হাতে সৃষ্টি হয়েছে, যা আন্তর্জাতিক পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাঞ্জানিয়া-জাম্বিয়া রেলওয়ে হচ্ছে চীন ও আফ্রিকার মৈত্রীর প্রতীক, দু’দেশের জনগণের বিশেষ মৈত্রী রয়েছে। সবসময় কৌশলগত উচ্চতা ও দীর্ঘকালীন দৃষ্টিকোণ থেকে চীন ও জাম্বিয়ার সম্পর্ক বিবেচনা করে চীন। জাম্বিয়ার সঙ্গে দু’দেশের গভীর ঐতিহ্যবাহী মৈত্রী নতুন সময়পর্বে সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের অক্ষয় প্রেরণা হিসেবে কাজ করতে এবং দু’দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে চায় চীন।
জাম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, চীন ও জাম্বিয়ার সুদীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। জাম্বিয়ার জনগণ চীনের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে এবং চীনের উন্নয়ন ও সফল অভিজ্ঞতা থেকে শিখতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। বৈশ্বিক শৃঙ্খলার সংস্কারে ভূমিকা পালন করার জন্য চীনকে ধন্যবাদও জানান তিনি।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।