একুশ গ্রন্থমেলায় মুশতারী বেগমের হৃদয় কথন কাব্য থেকে একটি কবিতা:
একুশ আমার অহংকার
———
একুশ, তুমি আমার শির উঁচু করা অহংকার ।
একুশ, তুমি আমার কষ্টার্জিত স্বাধিকার।
একুশ, তুমি আমার ধিকি ধিকি করে জ্বলা এক তৃপ্ত বেদনা।
একুশ, তুমি আমার তারুণ্যের এক সদর্প চেতনা।
একুশ, তুমি আমার বুকের এক বহমান
রক্তক্ষরন,
একুশ, তুমি আমার গর্বীত নিবন্ধন।
একুশ, তুমি লাখো শহীদদের করেছো অবিস্মরনীয়,
একুশ, তুমি আমার সিক্ত ভালোবাসার সালাম নিও।
একুশ, তুমি ভাষা শহীদদের বুকে আঁকা রক্তে রঞ্জিত এক জ্বলন্ত রক্তাত্ব প্রান্তর,
তুমি ১৭ কোটি বাংগালীর এক জ্বলন্ত স্বাক্ষর।
তাই আজ মোরা ‘ বাংলায় কথা বলি, করি বাংলায় গান,
হৈ হৈ রবে করি আজ মোরা
বাংলার জয়গান ‘।
স্বাধীন বাংলার স্বাধীন ভূমী
কম্পিত করি মোরা দিয়ে
‘ জয় বাংলা শ্লোগান “।
হে শহীদ বীর সেনা
হয়েছো তোমরা বলিয়ান মহিয়ান,
অগ্রাহ্য করে শত্রুপক্ষের দেয়া অপমান।
যতোদিন বইবে নদী তার আপন গতিতে,
ততোদিন থাকবে তোমরা হে শহীদ
বীর সেনানি বাংলার বুকে চলমান।
সালাম সালাম সালাম,
হে শহীদ বীর সেনা
তোমাদের জানাই রক্ত গোলাপের রক্তিম সালাম।