নিজস্ব প্রতিবেদক:
মোঃ নুরুল ইসলাম, রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের পৌরষ মিঝি বাড়ীর মৃত আতর মিয়ার ছেলে। পেশা ছিলো গাছ কাটা ও মানুষের নারিকেল সুপারি পেড়ে দেয়া।
ক্ষুদ্র পেশায় সন্তানদের নিয়ে ভালোভাবেই চলছিল তার পরিবার। কিছু মানুষের দুনিয়াবি সুখের দিন হয়তো বেশিদিন থাকে না।
বছর দশেক আগে কোন একদিন নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে ২০/২৫ফুট নিচে রাস্তার উপরে পড়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন নুরুল ইসলাম। হতদরিদ্র পরিবারের পক্ষে তার চিকিৎসা সেবা চালানো সম্ভব হয়নি। চিরতরে অন্ধ ও পঙ্গু হয়ে যান নুরুল ইসলাম। সন্তানদের নিয়ে পথে বসেন নুরুল ইসলাম। দুই ছেলে দুই কন্যা সন্তানের জনক নুরুল ইসলামের পরিবারে নেই কোন উপার্জনক্ষম লোক। নিত্য অভাবের সংসারে পরিবারের চার সদস্যদের নিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন নুরুল ইসলাম।
সমেষপুরের একটি চিকিৎসাকেন্দ্রের (কমিউনিটি ক্লিনিক) একজন স্বাস্থ্য কর্মী রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের শুভাকাঙ্খি বন্ধুদের অর্থায়নে দেয়া হুইল চেয়ার বিতরণের ছবি দেখে গতকাল মঙ্গলবার সকালে ফোন দিয়ে জানান, নুরুল ইসলামের একটি হুইল চেয়ার দরকার।
আলহামদুলিল্লাহ আমাদের হাতে থাকা হুইল চেয়ারটি এ অসহায় নুরুল ইসলামকে উপহার দেয়ার সিদ্ধান্ত হলে আজ বিকালে নুরুল ইসলাম-তার স্ত্রী ও সন্তানদের উপস্থিতিতে হুইল চেয়ারটি তার কাছে হস্তান্তর করা হয়।
রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতাকারী মানবিক মানুষগুলোর প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে মানবিক কাজ অব্যাহত রাখা হবে বলে আশা প্রকাশ করা হয়।