ছাই ইউয়ে মুক্তা:
চতুর্দশ চীন-মার্কিন শিল্প ও বাণিজ্য সংলাপে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিরা ১১ জুলাই বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের সঙ্গে দেখা করেন।
সাক্ষাতে হান চেং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কগুলোর একটি। দু’দেশের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করার চাবিকাঠি হলো, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও জয় জয় নীতি বাস্তবায়ন করা।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতায় ভরপুর। পারস্পরিক সুবিধার জন্য সুস্থ প্রতিযোগিতা করতে হবে, জিরোসাম গেইম খেলা চলবে না। চীন দৃঢ়ভাবে সংস্কার ও উন্মক্তকরণ প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোকে চীনের বাজারে বিনিয়োগ করতে উৎসাহিত করবে বলেও তিনি উল্লেখ করেন। এসময় মার্কিন প্রতিনিধিরা বলেন, দু’দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ। মার্কিন প্রতিষ্ঠানগুলো চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় এবং সক্রিয়ভাবে মার্কিন-চীন সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের জন্য সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখতে আগ্রহী।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।