মামুন চৌধুরী: নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা চাটখিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।
আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলি তাহের ইভু, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস.এম বাকী বিল্লাহ, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ প্রমুখ নেতৃবৃন্দ।