মামুন চৌধুরী: নোয়াখালীর চাটখিলে একটিভ ফাউন্ডেশন এর পক্ষ থেকে চাটখিল উপজেলা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পাঁচগাও বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে লক্ষ্যে মানসম্মতু শিক্ষা নিশ্চিতকরণ, তরুন শিক্ষার্থীদের আধুনিক এবং নৈতিক শিক্ষার উদ্বুদ্ধকরণ বিষয়ে ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে তিনি এই শিক্ষা উপকরণ বিতরণ করেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উজ্জ্বল রায় , উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ. এম আলী তাহের ইভু, চাটখিল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্যাহ চৌধুরী, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণসহ প্রমুখরা উপস্থিত ছিলেন।