মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে বদলকোট-দশঘরিয়া রোডের বাইশসিন্ধুর এলাকার রাস্তার উপর হতে একটি একনলা বন্দুক ও ১ টি কার্তুজসহ সফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার দিকে এসআই আবদুস সামাদ মল্লিক সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামি উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের মৃত সেকান্তর মিয়ার ছেলে শফিকুল ইসলাম।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, আসামী শফিকুল ইসলামের সহযোগীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ এই ব্যাপারে অস্ত্র আইনে মামলার রুজুর প্রস্তুতি চলছে।