মামুন চৌধুরী:
চাটখিল উপজেলার শাহাপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র থেকে ৪ শিক্ষককে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহত প্রাপ্ত শিক্ষকরা হলেন, পরিতোষ চন্দ্র দেবনাথ, জুয়েল চন্দ্র দেবনাথ, পলাশ চন্দ্র পাল ও রাবেয়া বেগম।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, তিনি মঙ্গলবার গণিত পরীক্ষা চলাকালীন ঐ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে উক্ত শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলা দেখতে পান।
পরে তিনি তাৎক্ষনিক ঐ ৪ শিক্ষক কে এসএসসি পরীক্ষার কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।