মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় এক প্রবাসী গুরুতর আহত হয়েছে।
আহত প্রবাসী তাজুল ইসলামকে স্থানীয় লোকজন মারাত্মক রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রেশমী আক্তার চাটখিল থানায় গতকাল ৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মো: শান্ত (২২) সহ তার সহপাঠীদের সাথে গত ৫/৬ দিন আগে রমাপুর চেয়ারম্যানের বাড়ির পাশে দুলাল পাটোয়ারীর দোকানের সামনে ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের সূত্রপাত।
বিরোধ নিরসনে শনিবার রাতে মিমাংসার চেষ্টাকালে শান্ত সহ তার সহযোগী ১৪/১৫ জন সংঘবদ্ধ কিশোর গ্যাং তাজুল ইসলামের উপর আক্রমণ করে। এসময় শান্ত তার হাতে থাকা দারালো অস্ত্র দিয়ে তাজুল ইসলামের মাথায় আঘাত করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তদন্ত কর্মকর্তা চাটখিল থানার উপ পরিদর্শক আবু কাউছার জানান, বিষটি তদন্ত চলছে। তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।