মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিলে সোমবার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক ও সরকারি বরাদ্দের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এই চেক ও বিভিন্ন সরঞ্জাম বিতরণ করে। চাটখিল উপজেলা পরিষদের মিলনায়তনে দুপুর ২টায় সুবিধাভোগীদের হাতে এই আর্থিক চেক, হুইল চেয়ার, সাদা ছড়ি ও ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়।
এসময় ক্যান্সার, কিডনি এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত ২১ জন গরীব সুবিধাভোগীর হাতে এককালীন ৫০ হাজার করে মোট সাড়ে ১০ লাখ টাকা আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও শারীরিক প্রতিবন্ধী ৯ জনকে হুইল চেয়ার ১ জনকে সাদাছড়ি, ১ জনকে ট্রাই সাইকেলসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত আরো ৩৫ জনকে ১ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। সরকারি বরাদ্দের বাহিরে আরো ৫ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকেও স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের ব্যক্তিগত পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলী হোসেনের সঞ্চালনায় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী- ১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ. এম. ইব্রাহিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত হোসেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর।
প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী- ১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ. এম. ইব্রাহিম বলেন, “আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। তিনি প্রান্তিক পর্যায়ের সমস্যগ্রস্থ মানুষটির সমস্যাগুলোকেও অনুভব করেন। সেই অনুভূতি থেকেই তিনি আপনাদের জন্য এই সহায়তার ব্যবস্থা করেছেন। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিবেন।”