মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার আফসার উদ্দিন পাটোয়ারী বাড়িতে পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা প্রবাসীর বসত করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছে।
রোববার বিকেলে চাটখিল পৌর বাজারের প্রধান সড়কে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তরা প্রবাসী সুমন পাটোয়ারীর বসতঘরে প্রতিহিংসা আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। এই ঘটনায় সুমনের প্রতিপক্ষ ফারুক, আরিফ, বেচা ও সোহেলসহ কয়েকজন আগুন লাগিয়েছে বলে দাবী করা হয়।
বক্তারা জানান, শনিবার মধ্যেরাতে দুর্বৃত্তরা সুমনের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এসে সুমনের ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এ ঘটনায় তার ঘরে থাকা ৪০মন ধান ও ৬ মন চাউল সহ ঘরের সকল আসবাবপত্র, নগদ ১ লাখ ৫০হাজার টাকা, একটি ছাগল পুড়ে ছাঁই হয়ে যায়।
চাটখিল ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নির্বাপণ করে। অগ্নিকাণ্ডে পরিবারটিকে নিঃস্ব করে দেওয়া হয়েছে বলেও বক্তরা দাবী করেন। সুমনের পরিবার অগ্নিকাণ্ডে তাদের ৫লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
অগ্নিকাণ্ডে সংবাদ পেয়ে চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ঘটনাস্থলে যান। স্থানীয়দের থেকে এই নির্মম ঘটনা শুনে তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান।
অভিযুক্ত সোহেল সহ তার ভাইয়েরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।