মামুন চৌধুরী: চাটখিল রামগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে অবৈধ দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা অপসারনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে নির্বিঘ্নে যানবাহন ও জনগণের চলাচল নিশ্চিত করার লক্ষ্যে, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
সোমবার দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১৯ টি মামলা দায়েরের মাধ্যমে ১ লক্ষ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে ফুটপাত দখল করে দোকানপাট তুলে যান চলাচল ও জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছেন।
এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮২ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা আইনগত সব ধরনের সহযোগিতা প্রদান করেন।