মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিল উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রনি পালোয়ানকে ৩২) জবাই করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তাৎক্ষণিকভাবে পুলিশ ও এলাকাবাসী এ হত্যাকান্ডের কারণ জানাতে পারেনি।
আজ শনিবার সকাল ৯টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার ফটিক বাড়ির বাগান থেকে রনি পালোয়ানের মরদেহ উদ্ধার করে। এ সময় লাশের পাশে একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস পাওয়া যায়।
নিহত রনি পলোয়ান, চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের পলোয়ান বাড়ির মৃত শাহজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ওই বাড়ির এক নারী বাগানে গেলে রনির রক্তাক্ত লাশ বাগানে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়।
স্থানীয় লোকজন রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে নিহত রনির পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার কারণ উৎঘাটনে তদন্ত করছে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।