মামুন চৌধুরী:
নোয়াখালী চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ভাইয়দের মধ্যে বিবদমান ঘটনা মিমাংসার লক্ষ্যে শালিসী বৈঠকে সিদ্ধান্ত দেয়ায় শালিসদার মো. আলম হোসের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শালিসদার মো. আলম গতকাল সাংবাদিকদের বলেন, ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার বড় ছেলে নুরুল ইসলাম ও মেঝে ছেলে শামছুল ইসলামের সাথে তাদের ছোট ভাই অস্ট্রোলিয়া প্রবাসী নজরুল ইসলামের দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
ছোট ভাই নজরুল ইসলাম বাড়িতে একটি পাকা-ঘর নির্মাণ করলে তার বড় ভাই ও মেঝো ভাইয়ের নেতৃত্বে ঘর ভাংচুর করে ফেলা হয় এবং মালামাল লুট করে নেয়া হয়। এসব ঘটনা মিমাংসার জন্য থানা থেকে আমাকে প্রধান শালিসদার করে শাসিলী বৈঠকের দায়িত্ব দেয়া হয়। শালিসী বৈঠকে সকল ভাইদের সম্মতিতে পুনরায় বন্টকনামা তৈরি করা হয়। সে অনুযায়ী ছোট ভাই প্রবাসী নজরুল ইসলাম পুনরায় নতুনঘর নির্মাণ করতে গেলে তার ভাইয়েরা আবারো বাঁধা প্রদান করে এবং তার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশে সংবাদকর্মীদের মিথ্যা তথ্য প্রদান করে।
এসব ঘটনার প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে গাছকাটা, জমি দখল ও মারধরের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে।