মামুন চৌধুরী:
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়েনের খালিশ পাড়া গ্রামের সাত্তার বাড়িতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের একই দিনে দুই দফায় হামলায় আহত হয়েছেন তিনজ।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
আহতরা হচ্ছে, মো: হোসাইন (৪৫) হাসিনা আক্তার (৩৫) ও মো: মিজান (৪২)।
এ ব্যাপারে আহত মো: হোসাইন বাদী হয়ে ৭জন সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে একই বাড়ির আলী আজমের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মফিজ উদ্দিন (৫০), আবুল খায়ের (৫৫), মো: সিরাজের ছেলে শাহ আলম (৩৫) ও মো: মফিজ উদ্দিনের ছেলে মেহেদী হাসান শামিম (২০) নামের ৪জনকে আটক করে।
মোহাম্মদ হোসাইন জানান, গত সোমবার সকালে আমার ভাই মো: মিজান আমাদের দখলীয় সম্পত্তির উপর থাকা মেহগনি গাছ কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন মিজানের উপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এ সময়ে আমার বোন হাসিনা আক্তার এগিয়ে এলে তাকেও বেদম মারধর করে গুরুতর আহত করে। এ সংবাদ পেয়ে বিকেলে বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন আমাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হাসিনা ও হোসাইন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এই ব্যাপারে থানায় মামলা হয়েছে। গ্রেফতাদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।