মামুন চৌধুরী:
নোয়াখালী- ১ আসনের সংসদ সদস্য এইচ এম এম ইব্রাহিম এর ঐচ্ছিক তহবিল থেকে চাটখিলে হত দরিদ্রদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
চেক বিতরণ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখন, এইচ এম ইব্রাহিম এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ৭৩ জন হত দরিদ্র ও বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে ৩ লক্ষ ৬৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।