মামুন চৌধুরী: নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুরের রিয়াদ হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৮২পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয় বলে জানান, পুলিশ।
খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রিয়াদ হোসেন বুধবার রাত সাড়ে ১১ টায় গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, গ্রেফতারকৃত রিয়াদ হোসেন শংকরপুর গ্রামের আদিবাড়ির আবু তাহেরের ছেলে।
গ্রেফতারকৃত এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।।