নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম চাটখিল সোনাইমুড়িতে ৫০ হাজার পরিবারের মাঝে, ঈদ উপহার সামগ্রী শাড়ি লুঙ্গি বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
৯ এপ্রিল শনিবার সকাল ১০ টায় চাটখিল উপজেলা সাহাপুর ইউনিয়নে ৯টি ওয়ার্ড একযোগে এই ঈদ উপহার সামগ্রী শাড়ি লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ কার্যক্রমের এ উদ্বোধন করেন এইচ এম ইব্রাহিম এমপি।
ঈদ উপহার সামগ্রী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এইচ এম ইব্রাহিম এমপি। তিনি বক্তব্য বলেন, অতীতের ন্যায় আমি আগামীতে আপনাদের পাশে থাকতে চাই। এলাকাবাসীর সেবা করার জন্যই আমার রাজনীতি এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এলাকাবাসীর সেবা করাই আমার লক্ষ্য।
সকাল ১০ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ সাহাপুর উচ্চ বিদ্যালয় এইচ এম ইব্রাহিম এমপির ঈদ উপহার সামগ্রী বিতরণ, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মঞ্জুরুল আসান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক নূর হোসেন কিরণ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কামরান ভূঁইয়া, চাটখিল উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।