নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর চাটখিল পৌরসভার ৯ টি ওয়ার্ডে জনগণের মাঝে স্থানীয় এমপি এইচ এম ইব্রাহিমের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আওয়ামী লীগের নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুর বারোটায় প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে এ উপহার বিতরণ করেন। একই সময় ইব্রাহিম এমপি প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত আলোচনা সভা সমুহে অংশগ্রহণ করে এইচ এম ইব্রাহিম এমপি বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী। তিনি আমাদেরকে মানুষের সেবা করা শিখিয়েছেন। মানুষের পাশে দাঁড়ানো শিখিয়েছেন। আমরা আমাদের নেত্রীর নির্দেশ মোতাবেক আমাদের সাধ্যমত চেষ্টা করছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য।
এইচ এম ইব্রাহিম এমপি বলেন, আমার এলাকার জনগণের সুখে দুখে আমি তাদের পাশে থাকতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। তিনি বলেন, অতীতে আমি আপনাদেরকে যেভাবে নির্বিঘ্নে সেবা প্রদান করেছি, আগামী দিনেও আপনাদের সেবা করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এইচ এম ইব্রাহিম এমপির সাথে ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক যুবলীগ নেতা সালাহ উদ্দিন সুমন প্রমুখ। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহেরী ইভু, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী শাহজাহান খান বাবুল, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক প্রার্থী রাজিব হোসেন রাজু প্রমুখ নেতৃবৃন্দ।