রুবি:
চীনের চতুর্দশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) প্রথম অধিবেশন ১১ মার্চ সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে।
অধিবেশনে অংশগ্রহণকারী সকল সংস্থা ও তৃণমূল সদস্যদেরকে সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র পাশে দাঁড়িয়ে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চেতনায় দৃঢ়প্রতিজ্ঞ থেকে সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠন এবং চীনা জাতির পুনরুত্থানের জন্য প্রচেষ্টা চালানোর তাগিদ দেয়া হয়েছে।
সিপিপিসিসি’র চেয়ারম্যান ওয়াং হু নিং সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সি চিন পিং, লি খ্য ছিয়াং, লি চান শু, ওয়াং ইয়াং, লি ছিয়াং, চাও ল্য চি, হান চেং, ছাই ছি, তিং শুয়ে সিয়াং, লি সি এবং ওয়াং ছি শান উপস্থিত ছিলেন।
অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ওয়াং হু নিং বলেন, চীনের সিপিপিসিসির প্রথম অধিবেশন ছিল বলিষ্ঠ, ঐক্যবদ্ধ এবং গণতান্ত্রিক অধিবেশন। তাতে চীনের সার্বিক জনগণতন্ত্রের বৈশিষ্ট্য ও প্রাণশক্তি প্রতিফলিত হয়েছে।
সকল সদস্য গভীরভাবে সরকারী কর্মপ্রতিবেদন নিয়ে আলোচনা এবং সিপিপিসিসির স্থায়ী কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করেছেন। তাঁরা সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর পার্টি ও দেশের ব্যাপক ঐতিহাসিক অগ্রগতির প্রশংসা করেন এবং ‘দুটি নিশ্চিতকরণ’র তাৎপর্য সম্পর্কে জেনেছেন। পাশাপাশি, চীনের বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির পুনরুত্থানের ভবিষ্যৎ নিয়ে তাঁরা আস্থাবান হয়েছেন।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ