চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত (শনিবার) কানসু ও ছিংহাইয়ের ভূমিকম্প দুর্গত এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন এবং দুর্যোগপরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠন কাজের খোঁজখবর নেন।
তিনি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং দুর্গতদের ব্যাপারে উদ্বিগ্ন। আমাদের জনগণ ও জীবনকে প্রথমে রেখে সার্বিকভাবে ত্রাণ ও উদ্ধারের কাজ করতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী পৃথক পৃথকভাবে কানসু প্রদেশের চিশিশান জেলার তাহ্যেচিয়া থানার তাহ্যে গ্রাম, ছেনচিয়া গ্রাম, মেইফো গ্রাম এবং ছিংহাই প্রদেশের মিনহ্যে জেলার চংছুয়ান থানার ছাওথান ও মেইই গ্রাম পরিদর্শন করেন। তিনি উদ্ধার ও নির্মাণতকাজে নিয়োজিত শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ক্যাডারদেরকে অনুকরণীয় ভূমিকা পালন করে স্থানীয় নাগরিকদেরকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করতে নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী কানসু প্রদেশের চিশিশান জেলার উদ্ধার ও ত্রাণ পরিচালনা বিভাগকে দুর্গত নাগরিকদের নিরাপদ শীতকাল নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি খাদ্যের নিরাপত্তা এবং সম্ভাব্য অগ্নিকাণ্ড প্রতিরোধে সজাগ থাকারও নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ও হাসপাতালগুলো যথাসম্ভব দ্রুত মেরামত রতে হবে; আহতদের উদ্ধার ও চিকিৎসার কাজ জোরদার করতে হবে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।