১৯ অক্টোবর সন্ধ্যায় বেইজিংয়ের গণমহাভবনে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। কাকার তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামে অংশ নিতে বেইজিংয়ে আসেন।
বৈঠকে সি চিন পিং বলেন, পাকিস্তান সরকার সবসময় ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ (বিআরআই)-কে সমর্থন করে আসছে ও এতে অংশগ্রহণ করছে; চীন এর প্রশংসা করে।
তিনি বলেন, চীন-পাক অর্থনৈতিক করিডোর অনেক সাফল্য বয়ে এনেছে। এটি পাকিস্তানের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বিআরআই-এর একটি দৃষ্টান্তমূলক প্রকল্পে পরিণত হয়েছে।
সি চিন পিং বলেন, চীন ও পাকিস্তান হচ্ছে পরস্পরের সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। বিশ্ব নতুন পরিবর্তনশীল যুগে প্রবেশ করেছে। এ সময়ে চীনে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী দেশ গড়ার কাজ চলছে। পাকিস্তানও নিজের নিরাপত্তা, স্থিতিশীলতা ও আত্মনির্ভরশীলতার জন্য কাজ করছে। চীন পাকিস্তানের সাথে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও গভীর করতে আগ্রহী।
তিনি আরও বলেন, নতুন যুগে দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য চীন পাকিস্তানের সাথে যৌথভাবে কাজ করে যাবে।
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।