মানববাহী শেনচৌ-১৭ মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। চায়না ম্যানড স্পেস এজেন্সি জানায়, বৃহস্পতিবার সকালে সফলভাবে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।
এজেন্সি জানায়, এটি চীনের ১২তম মানববাহী মহাকাশযান। এটি মহাকাশ স্টেশন থিয়ানকং-এ পৌছানোর কথা রয়েছে। সেখানে শেনচৌ-১৬ এর নভোচারীরা শেনচৌ-১৭ এর নভোচারীদের অভ্যর্থনা জানাবে। শেনচৌ-১৬ গেল ৩০ মে স্পেস স্টেশনে পৌঁছেছে।
শেনচৌ-১৭ মহাকাশযানটি তিনজন নভোচারীকে নিয়ে যায়। এই তিন নভোচারী থিয়ানকং মহাকাশ স্টেশনে অবস্থান করবেন প্রায় ছয় মাস।
এর আগে চায়না ম্যানড স্পেস এজেন্সির উপ-পরিচালক লিন সিছিয়াং বলেন, “শেনচৌ-১৭ মহাকাশযানটিতে ক্রু হিসেবে আছেন মহাকাশচারী থ্যাং হংবো , থ্যাং শেংজিই ও চিয়াং সিনলিন। এর মধ্যে থ্যাং হংবো মিশন কমান্ডার। মহাকাশচারী থ্যাং হংবো শেনচৌ-১২ মানববাহী মহাকাশ ফ্লাইট মিশনেও অংশ নিয়েছেন। তবে বাকি দুজন মহাকাশচারী প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন “
সূত্র:অভি- শান্তা : সিএমজি বাংলা।