আন্তর্জাতিক ডেস্ক:
৫ মার্চ চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের সম্মেলন বা এনপিসি’র প্রথম অধিবেশন বেইজিংয়ে শুরু হয়েছে। সি চিন পিংসহ চীনা নেতারা অধিবেশনে উপস্থিত আছেন। চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং অধিবেশনে সরকারি কর্ম-প্রতিবেদন পেশ করেন।
লি খ্য ছিয়াং কর্ম প্রতিবেদনে বলেন, ২০২২ সাল চীনা কমিউনিস্ট পার্টি বা সিপিসি ও চীনের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের সম্মেলন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের জন্য একটি পরিকল্পনা নির্ধারিত হয়েছে। জটিল ও উত্তেজনাময় আন্তর্জাতিক পরিবেশ এবং কঠিন অভ্যন্তরীণ উন্নয়ন, সংস্কার ও স্থিতিশীলতার দায়িত্বের সামনে সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটি গোটা চীনের জনগণকে নেতৃত্ব দিয়ে সার্বিক মহামারীর প্রতিরোধ, অর্থনীতির স্থিতিশীলতা ও নিরাপদ উন্নয়ন বাস্তবায়ন করেছে। সামষ্টিক নিয়ন্ত্রণ জোরদার করে অর্থনীতির স্থিতিশীল ব্যবস্থাপনা, উন্নয়নের মানদণ্ড উন্নয়ন এবং সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করেছে। চীন কঠিন লড়াইয়ে সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, গেল বছর চীনের জিডিপি ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শহরে নতুন কর্মসংস্থান হয়েছে ১.২০৬ কোটি। শহুরে বেকারত্বের হার ৫.৫ শতাংশ কমেছে। নাগরিকদের ভোক্তা সূচক ২ শতাংশ বেড়েছে। আমদানি ও রপ্তানি পণ্যের মোট পরিমাণ ৭.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাজস্ব ঘাটতি প্রায় ২.৮ শতাংশ। আন্তর্জাতিক লেনদেনে ভারসাম্য ছিল। বিশ্বের প্রধান মুদ্রাগুলোর মধ্যে আরএমবি বিনিময় হার তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।
এ বছর খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল ১.৩৭ ট্রিলিয়ন চিন (এক চিন আধা কেজি), যা আগের বছরের চেয়ে ৭.৪ বিলিয়ন জি বেশি। প্রাকৃতিক পরিবেশের মান অব্যাহতভাবে উন্নত হচ্ছে।
তিনি বলেন, গেল বছর চীনের জিডিপি ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শহরে নতুন কর্মসংস্থান হয়েছে ১.২০৬ কোটি। শহুরে বেকারত্বের হার ৫.৫ শতাংশ কমেছে। নাগরিকদের ভোক্তা সূচক ২ শতাংশ বেড়েছে। আমদানি ও রপ্তানি পণ্যের মোট পরিমাণ ৭.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাজস্ব ঘাটতি প্রায় ২.৮ শতাংশ। আন্তর্জাতিক লেনদেনে ভারসাম্য ছিল। বিশ্বের প্রধান মুদ্রাগুলোর মধ্যে আরএমবি বিনিময় হার তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল।
এ বছর খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল ১.৩৭ ট্রিলিয়ন চিন (এক চিন আধা কেজি), যা আগের বছরের চেয়ে ৭.৪ বিলিয়ন জি বেশি। প্রাকৃতিক পরিবেশের মান অব্যাহতভাবে উন্নত হচ্ছে।
তিনি বলেন, বিভিন্নভাবে শহর ও গ্রামীণ নাগরিকদের আয় বাড়াতে হবে। বড় ধরনের খরচ স্থিতিশীল করা এবং জীবনের পরিষেবা ব্যয় পুনরুদ্ধার করতে হবে। সরকারি বিনিয়োগ ও নীতিগত প্রণোদনা কার্যকরভাবে সামাজিক বিনিয়োগে পরিচালিত করতে হবে। এ বছর আঞ্চলিক সরকারগুলোকে ৩.৮ ট্রিলিয়ন ইউয়ানের বিশেষ ঋণ দেওয়া হবে। আরো বেশি বেসরকারি প্রতিষ্ঠানকে দেশের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও স্বল্প মেয়াদী প্রকল্পে বিনিয়োগে উৎসাহ দিতে হবে।
লি খ্য ছিয়াং বলেন, বর্তমানে চীনের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ ‘বি এবং বি শ্রেণী ব্যবস্থাপনার’ স্বাভাবিক প্রতিরোধ ও নিয়ন্ত্রণের পর্যায়ে সমন্বয় করা হয়েছে। প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ আরও ভালোভাবে করার জন্য বৈজ্ঞানিক, সুনির্দিষ্ট ও দক্ষ পদ্ধতিতে কাজ করতে হবে। স্বাস্থ্যরক্ষা, গুরুতর রোগ প্রতিরোধ এবং বয়স্ক, শিশু ও মৌলিক রোগে আক্রান্ত গোষ্ঠীর চিকিৎসা ও ত্রাণকাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি, কার্যকরভাবে টিকার আপগ্রেডিং এবং নতুন ওষুধের বিকাশ উন্নত করবে চীন, যাতে জনসাধারণের ওষুধ ব্যবহারের চাহিদা নিশ্চিত করা যায় এবং জনগণের প্রাণের নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষা করা যায়।
সূত্র: ছাই ইউয়ে, স্বর্ণা,ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।