চীনের সাথে বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী সুরিনাম। দেশটির প্রেসিডেন্ট চন্দ্রিকাপারসাদ সান্তোখি সম্প্রতি চীন সফরকালে সিজিটিএন-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন। এটি ছিল তাঁর প্রথম চীন সফর।
সাক্ষাৎকারে সান্তোখি বলেন, সুরিনাম স্বাধীন হওয়ার পর চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বর্তমানে দু’দেশের সহযোগিতা নতুন পর্যায়ে উঠে গেছে। সুরিনাম হলো একেবারে শুরুর দিকে ক্যারিবীয় অঞ্চলে চীনের সাথে আনুষ্ঠানিক সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠাকারী দেশগুলোর অন্যতম। তাঁর দেশ চীনের সাথে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসম্পর্কিত সহযোগিতা-স্মারকও স্বাক্ষর করেছে অনেকের আগে।
তিনি বলেন, সুরিনাম হলো একটি বহুমুখী সমাজ। দেশটিতে বিভিন্ন সংস্কৃতি ও জাতির মানুষ বাস করে। বসন্ত উৎসব ও মধ্য-শরৎ উৎসবসহ বিভিন্ন চীনা উৎসবে সেদেশে সরকারি ছুটি থাকে। এ ছাড়া, প্রতিবছরের ২০ অক্টোবর হলো সুরিনামে ‘চীনা বসতি দিবস’, যেদিন সরকারি ছুটি থাকে।
সান্তোখি বলেন, সুরিনাম চীনের সাথে সংস্কৃতি, বাণিজ্য, ব্যবসা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে ঐতিহ্যগত সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
এছাড়া, বর্তমানে বিশ্বজুড়ে নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য চীনের সাথে সহযোগিতা উন্নত করতে চায় সুরিনাম। তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চীন বরাবরই সুরিনামকে সহায়তা করে আসছে। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দুই দেশ টেকসই বন-ব্যবস্থাপনা ও নীতির পাশাপাশি, প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একমত পোষণ করে।
সাক্ষাৎকারে সান্তোখি ‘এক চীন-নীতি’র প্রতি পুনরায় সমর্থন ঘোষণা করে বলেন, গোটা চীন একসময় এক হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্পর্কে সান্তোখি বলেন, সি বিশ্বের জন্য উন্নয়নের নতুন ধারণা দিয়েছেন। তিনি বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ প্রস্তাব করেছেন। দারিদ্র্যবিমোচনের জন্য তাঁর নেতৃত্বে চীনের প্রচেষ্টা বিশ্বের অভিন্ন সমৃদ্ধি, আন্তঃসংযোগ জোরদার, এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য সহায়ক।
সূত্র: ছাই ইউয়ে, চায়না মিডিয়া গ্রুপ।