আন্তর্জাতিক:
ফাইভ-জি বা পঞ্চম প্রজন্মের রোবটের মাধ্যমে কয়েকটি খরগোশের চোখে মাইক্রোন-স্তরের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে চীনে। বিশ্বে এ ধরনের অস্ত্রোপচার এই প্রথম এবং এটার মধ্যে দিয়ে চোখের শল্যচিকিৎসা ক্ষেত্রে একটি মাইলফলক অর্জিত হয়েছে।
চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংচৌ শহরে অবস্থিত সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের চুংশান চক্ষুচিকিৎসা কেন্দ্রে থাকা ১২টি খরগোশের ওপর গত ২৩ জুন অস্ত্রোপচার পরিচালনা করেন দেশটির সর্বদক্ষিণের প্রদেশ হাইনানের রাজধানী হাইখৌয়ের চুংশান চক্ষুচিকিৎসা কেন্দ্রের চিকিৎসক দল।
চুংশান চক্ষুকেন্দ্রের পরিচালক অধ্যাপক লিন ও তার চিকিৎসক দল এ পরীক্ষামূলক অস্ত্রোপচারের নেতৃত্ব দেয়। এর পর এক মাসের পর্যবেক্ষণে দেখা যায় সবকটি খরগোশই পরিপূর্ণ সুস্থ রয়েছে। লিন মনে করেন, দূরবর্তী স্থান থেকে চিকিৎসা প্রদানের প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি এই অগ্রগতি চীনের চিকিৎসা সরঞ্জামকে নেতৃস্থানে নিয়ে যাবে এবং একটি জাতীয় চিকিৎসা মান প্রতিষ্ঠায় অবদান রাখবে।তিনি বলেন, দেশে শীর্ষস্থানীয় চিকিৎসা-সম্পদ বন্টনে অসমতা এবং চক্ষু চিকিৎসা বিদ্যায় ভারসাম্যহীনতা দূর করার ক্ষেত্রে এই অর্জনের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। এছাড়া ডাক্তার ও রোগীদের জন্য সময় বাঁচাতে, খরচ কমাতে এবং চিকিৎসার দক্ষতার উন্নতিতে সহায়তা করবে এ অস্ত্রোপচার।
তিনি বলেন, “যদি সবকিছু সুন্দরভাবে আগায়, তাহলে ছয় মাসের মধ্যে মানুষের ওপর ফাইভ-জি রিমোট মাইক্রোন চক্ষু সার্জারি সম্পাদন করা যাবে।”
অধ্যাপক লিন তার দল এর আগে ইঁদুর, শূকর ও অন্যান্য প্রাণীর উপর একই ধরনের অস্ত্রোপচার করেছিল।
সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক হুয়াং খাই বলেন, এই অস্ত্রোপচারের সাফল্য প্রমাণ করে, ফাইভ-জি রোবটগুলোর নৈপুণ্য নির্ভুল।
তিনি বলেন, “চক্ষু সার্জারির জন্য সর্বোচ্চ মাত্রার নির্ভুলতা ও স্থিতিশীলতা প্রয়োজন হয়।”
এ ধরনের অস্ত্রোপচারে ব্যবহারের জন্য ফাইভ-জি রোবট ও সংশ্লিষ্ট প্রযুক্তি তৈরি করতে হুয়াং খাইয়ের দল অধ্যাপক লিনের দলের সঙ্গে কাজ করছে।
হুয়াং বলেন, তারা ফাইভ-জি রোবটের মাধ্যমে অস্ত্রোপচার প্রসারের জন্য কঠোর পরিশ্রম করবেন। এ প্রযুক্তির মাধ্যমে উচ্চতর স্তরের চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠায় আগামীতে এর সঙ্গে ডিজিটাল টেলিমেডিসিন যুক্ত করা হবে বলেও জানান তিনি।
হাইনান চক্ষু হাসপাতালের ভাইস-প্রেসিডেন্ট চুং সিংউয়ু বলেন, চক্ষু চিকিৎসার সমন্বিত উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দূরবর্তী অস্ত্রোপচারের এই সাফল্য। তিনি বলেন, “উদ্ভাবনী ও নির্ভুল চক্ষুচিকিৎসা প্রযুক্তি চক্ষুস্বাস্থ্য ক্ষেত্রের অভাব দূর করতে সাহায্য করবে বলে আশা করা যায়।”
সূত্র : শিয়াবুর রহমান, চায়না মিডিয়া গ্রুপ।