২৮ অক্টোবর চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) চীন-গ্রীস সভ্যতা কেন্দ্র এবং আন্তর্জাতিক অলিম্পিক একাডেমির সাথে দুটি সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করে। গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সিএমজি’র সাথে অলিম্পিক একাডেমির সহযোগিতা গভীরতর করা এবং সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানান।
চীনের কেন্দ্রীয় উপপ্রচারমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেং হাই সিয়োং চীন-গ্রীস সভ্যতা কেন্দ্রের গ্রীস পরিষদের প্রেসিডেন্ট স্টেলিয়স ভিরভিদাকিস এবং আন্তর্জাতিক অলিম্পিক একাডেমির মহাপরিচালক ইসদোরোস কুভেলোসের সঙ্গে আলাদাভাবে দু’টি চুক্তিতে স্বাক্ষর করেন। গ্রীসে চীনা রাষ্ট্রদূত সিয়াও চু এ সময় উপস্থিত ছিলেন।
চীন-গ্রীস সভ্যতা কেন্দ্রের গ্রীস পরিষদের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় শেং হাই সিয়োং বলেন, “চলতি বছরের ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আপনার ও গ্রীসের কয়েকজন পণ্ডিতের চিঠির জবাব দেন এবং এ কেন্দ্র প্রতিষ্ঠাকে স্বাগত জানান। চীন ও গ্রীস দীর্ঘ ঐতিহাসিক সভ্য দেশ হিসেবে, দু’দেশের তৈরি উজ্জ্বল সভ্যতা এশিয়া-ইউরোপ মহাদেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে একে অপরকে আলোকিত করে। চীন-গ্রীস সভ্যতা কেন্দ্রের মাধ্যমে দু’টি শীর্ষ সভ্যতার সম্মিলিত উন্নয়ন সাধিত হচ্ছে।
সিএমজি কেন্দ্রটির সঙ্গে মিডিয়া ও বিশেষজ্ঞের দৃষ্টিকোণ থেকে, দু’দেশের জনগণের আস্থা বৃদ্ধিতে কাজ করে যাবে এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে সভ্যতার শক্তি যোগাবে।”
আন্তর্জাতিক অলিম্পিক একাডেমির মহাপরিচালকের সঙ্গে বৈঠকের সময় শেং হাই সিয়োং বলেন, “সম্প্রতি সিএমজি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং প্যারিস অলিম্পিক কমিটির সঙ্গে ধারাবাহিক সহযোগিতার ব্যাপারে মতৈক্যে পৌছেছে। সংস্থাটি অব্যাহতভাবে প্রথম শ্রেণীর সম্প্রচারমূলক প্রযুক্তি এবং উদ্ভাবনমুখী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, আরও বেশি তরুণ দর্শককে অলিম্পিক সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে সচেষ্ট থাকবে।”
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।