আন্তর্জাতিক:
১২ জুন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং চীন সফররত হন্ডুরাসের প্রেসিডেন্ট আইরিস জিওমারা কাস্ত্রো সারমিয়েন্তো বেইজিংয়ে গণ-মহাভবনে এক বৈঠক করেছেন।
সি চিন পিং বলেন, গত মার্চ মাসে চীন ও হন্ডুরাসের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। হন্ডুরাসের প্রেসিডেন্টের প্রথম চীন সফর দু’দেশের সম্পর্কের নতুন ঐতিহাসিক অধ্যায় উন্মোচন করেছে। হন্ডুরাসের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দেশটিকে নেতৃত্ব দিয়ে দেশের উন্নয়নে নতুন সাফল্য অর্জন চেষ্টার প্রশংসা করেন সি চিন পিং। তিনি বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি মেনে চলার ঐতিহাসিক সিদ্ধান্ত তাঁর দৃঢ় রাজনৈতিক সংকল্পের প্রতিফলন।
সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন ও হন্ডুরাসের দীর্ঘমেয়াদী কল্যাণকর কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, দু’দেশের সম্পর্কোন্নয়ন অনেক দ্রুত হয়েছে, এর প্রাণশক্তি ও সুপ্তশক্তি রয়েছে। গত সপ্তাহে চীনে হন্ডুরাসের দূতাবাস চালু হয়। যা চীন-হন্ডুরাস সম্পর্কে গুরুত্বারোপের বহিঃপ্রকাশ। সম্প্রতি হন্ডুরাসের সাংবাদিক ও শিল্পপতি দল চীন সফর করেছে। তারা মনে করেন, এবার চীন সফর চীন সম্বন্ধে তাঁদের জানাশোনা বৃদ্ধি করেছে। তাঁরা চীনা জনগণের ভালো বন্ধু হতে চান। চীন এতে মুগ্ধ হয়েছে।
সি চিন পিং বলেন, চীন দৃঢ়ভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করবে, দৃঢ়ভাবে হন্ডুরাসের আর্থ-সামাজিক উন্নয়নে সমর্থন দেবে, হন্ডুরাসের সঙ্গে পারস্পরিক সম্মান, কল্যাণকর এবং যৌথ উন্নয়নের বন্ধু হবে। কৌশলগত ও ভবিষ্যত বিবেচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের গভীর উন্নয়ন এগিয়ে নেওয়া, দু’দেশের সহযোগিতার সুন্দর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার প্রত্যাশা জানান জনাব সি। যাতে দু’দেশের জনগণের আরো বেশি কল্যাণ সৃষ্টি করা যায়। সূত্র :
শুয়েই-তৌহিদ-আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।